মিনি রিচার্জেবল ফ্যান প্রাইজ ১৫০০ টাকা থেকে ৪০০০ টাকার মধ্যে

যে পরিমান গরম পড়েছে তাতে তো সহ্য করা যায় না। এই দিকে আবার কারেন্ট ও ঠিক মতো থাকে না। এই সব গুলো সমস্যার একটাই সমাধান তা হচ্ছে চার্জার ফ্যান কেনা। এই ফ্যান গুলোর ভিতর থেকে আপনি যেকোনো একটি ফ্যান কিনলে আপনার গরম পালাবেই। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক।

ফ্যান

Awei F29, এই ফ্যানটার হচ্ছে প্লাস্টিক বিল্ডের আহামরি কোন প্রিমিয়াম মানেন না। আমরা দেখতে পাচ্ছি সামনে দুইটি বাটন আছে একটি হচ্ছে পাওয়ার অন অফ করা, আর অন্যটি হচ্ছে ফ্যানের রোটেট অপশন চালু করা। মানে এই ফ্যানটা ছোট হলেও ঘুরিয়ে ঘুরিয়ে বাতাস দিতে পারে। বিপরীত পাশে Type-C পোর্ট দেয়া আছে চার্জ করার জন্য।

ফ্যান টি চারটি লেভেলের স্পিড চেঞ্জ করা যায়। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। ফ্যানের পাখাটি সুন্দরভাবে পরিষ্কার করার জন্য সামনের ঢাকনাটা খোলা যায়। ফলে আপনি সামনের ঢাকনাটি খুলে খুব সুন্দর ভাবে ফ্যানের পাখাটি পরিষ্কার করতে পারবেন।

ফ্যানটিতে ব্রাসলেস মোটর ইউজ করা হয়েছে। ফলে ফ্যানটি ঘোরার সময় কোন নয়েজ হবে না এবং মোটরটি দীর্ঘদিন টিকসই হয়।

ফ্যানটিতে ব্যবহৃত মটরটি হচ্ছে 4 ওয়াটের 5 ভোল্টের। আর ব্যাটারী হিসেবে ইউজ করা হয়েছে 3600 MAH। ফ্যানটি ছোট হিসেবে ব্যাটারি মোটামুটি অনেক ভালো মানের ব্যবহার করা হয়েছে এখানে। Awei কোম্পানি ক্লেইম করছে আপনি যদি প্রথম লেভেলে হাওয়া খান তাহলে ব্যাটারিটি 6 থেকে সাড়ে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে। আর আপনি যখন লেভেলাপ করে হাওয়া খাবেন মানে আপনি চতুর্থ লেভেলে হাওয়া খাবেন তখন খুব তাড়াতাড়ি ব্যাটারির চার্জ শেষ হবে।

আর আমরা এনালাইসিস করে পেয়েছি আপনি যদি মিডিয়াম লেভেলের হাওয়া খান তাহলে ব্যাটারিটি 3 ঘন্টা থেকে সাড়ে তিন ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে। যেটা আমরা মনে করি এটা একটা স্ট্যান্ডার্ড লেভেলের বলা যায়।

Table of Contents

Price-1990 TK

ফ্যান কেনার লিংকঃ এখানে
ফ্যান

Awei F23, যাদের প্রাইজ লেভেল টা একটু বেশি তারা এই ফ্যানটি নিতে পারেন। আগেরটা থেকে এই ফ্যান টা একটু বড়। অভিয়াসলি এটার পাখাটাও বড়। বাতাসও অনেক বেশি পাবেন আগেরটার থেকে। এটা আবার রোটেটিং করতে পারে না এটা আপনাকে ধরে উপর নিচ করে ঘোরাতে হবে।

সবার জন্য একটা সাজেশন থাকবে কেউ এটা ফুল ভোলিয়ামে দিয়ে কাছাকাছি রাখবেন না অবশ্যই দূরে রাখবেন। আদারোয়াইজ ঠান্ডা লেগে যেতে পারে। এই ফ্যানটিও আপনি আগেরটার মতোই সামনের ঢাকনাটি খুলে সুন্দর পরিষ্কার করতে পারবেন। এখানেও ব্রাসলেস মোটর ইউজ করা হয়েছে। আমরা কিন্তু এনালাইসিস করে ব্যাকআপ আগেরটার মতই পেয়েছি। যদিও এটাতে 4000 MAH  ব্যাটারী ব্যবহার করা হয়েছে।

যেহেতু এখানে ফ্যানটা বড় আর মোটর এক ওয়ার্ড বৃদ্ধি পেয়েছে সে ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ মনে হয় ঠিকই আছে। আপনি সেম ব্যাটারি ব্যাকআপে একটু বেশি বাতাস পাচ্ছেন। এখন সিদ্ধান্ত আপনার।

Price-2390 TK

ফ্যান কেনার লিংকঃ এখানে
ফ্যান

Xiaomi Solove F5 Pro, এটা যেহেতু শাওমি ব্র্যান্ডের একটা ফ্যান সে ক্ষেত্রে বলা যায় এটার প্রিমিয়ার নেস  অন্যগুলো থেকে একটু আলাদা হবে এটা স্বাভাবিক ব্যাপার। এটা কিনলে আপনি একটা প্রিমিয়াম প্রিমিয়াম ফিল পাবেন।

শাওমির এই ফ্যানটির স্ট্যান্ড অনেক লম্বা করা যায় প্রায় এক ফিটের মত। এই ফ্যানটিও আগের ফ্যান গুলোর মত সামনে ঢাকনা খুলে সুন্দর পরিষ্কার করতে পারবেন। সামনে একটি বাটন দেয়া আছে যেটা চাপার মাধ্যমে আপনি চারটি লেভেলে হাওয়া খেতে পারবেন। এখানে চার্জ করার জন্য Type-C পোর্ট ব্যবহার করা হয়েছে। এটাতো আমরা দেখতে পাচ্ছি 4000 MAH ব্যাটারি ব্যবহার করেছে শাওমি।

শাওমি কোম্পানি ক্লেম করছে আপনি যদি এই ফ্যানটি প্রথম লেভেল দিয়ে হাওয়া খান সে ক্ষেত্রে 8 ঘন্টার মত হাওয়া খেতে পারবেন। কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করে পেয়েছি আপনি যদি প্রথম লেভেলে হাওয়া খান সেক্ষেত্রে 7 ঘন্টার মতো হাওয়া খেতে পারবেন। আর আপনি যদি মিডিয়াম লেভেল এ হাওয়া খান সে ক্ষেত্রে 5 ঘন্টার মত ব্যাকআপ পাবেন অনায়াসেই।

Price-3090 TK

ফ্যান কেনার লিংকঃ এখানে
ফ্যান

JisuLife Fa13P, এখন আমরা যে ফ্যান্টি নিয়ে কথা বলব এটি সবগুলো ফ্যানের মধ্যে বেস্ট হবে যাদের বাজেটে বেশি হাওয়া বেশি দরকার, ব্যাকাপ বেশি দরকার। তাদের জন্য মূলত এই ফ্যানটি। এই ফ্যানের স্ট্যান্ড অনেক বড় লম্বা করা যায় প্রায় দুই ফিটের মত।

এটাতে রোটেটিং সিস্টেম আছে ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া দিতে পারে। ফ্যানটি দুই কালার ভেরিয়েন্টে পাওয়া যায় অন্যগুলো যেমন ছিল। কালো এবং সাদা। এটার বিল্ড কোয়ালিটি প্লাস্টিকের কিন্তু অনেক প্রিমিয়াম নেস আছে এটার মধ্যে। এটার বিল্ড কোয়ালিটি আর শাওমির বিল্ড কোয়ালিটি কম্পেয়ার করার মতো। এই ফ্যানটিতে সবথেকে আকর্ষণীয় পার্ট হচ্ছে এই ফ্যানটির ব্যাটারি। আপনি বিশ্বাস করবেন না এটাতে 8000 MAH এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কোম্পানি ক্লেইম করছে এটা থেকে আপনি প্রায় ১৬ ঘণ্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন।

আর আমরা এনালাইসিস করে দেখেছি এটা প্রায় ১৩ ঘন্টা থেকে ১৪ ঘণ্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। এটার প্রাইজ অন্য ফ্যানগুলোর থেকে একটু বেশি কেননা এটার ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি। আপনার যদি মনে হয় আপনার ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি লাগবে সেক্ষেত্রে আপনি ফ্যানটি নিতে পারেন।

Price-3790 TK

ফ্যান কেনার লিংকঃ এখানে
Sharing Is Caring:

We are trying to collect information from other sources and share it here. It is a legit way to gain knowledge. If you have any suggestions or dissection please let us know. We will try to follow that. Please keep supporting us. Thanks, Smart Way to Gain Knowledge.

Leave a Comment