Symphony Innova 30

12000 টাকা একটা ডিভাইস যদি আপনার মনের মতো করে তৈরি করতে চান সেক্ষেত্রে কি কি চাহিদা থাকতে পারে আপনার! দেখে নেয়া যাক এক পলকে, সেই ক্ষেত্রে সুন্দর ডিজাইন থাকতে হবে, 8 জিবি রেম থাকতে হবে, পান্চহোল কাঁটাযুক্ত ডিসপ্লে থাকতে হবে। যেখানে 90 হার্জ হাই রিফ্রেশ শেড থাকতে হবে। ক্যামেরা, সেখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে হবে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকতে হবে। 5000mh ব্যাটারি এবং ১৮ ওয়াটের চারজার মাস্ট থাকতে হবে।

Symphony Innova 30

এমন ফোন কি আদৌও পাওয়া সম্ভব??

হ্যাঁ সম্ভব। সিম্ফোনি ইনোভা থার্টি (Symphony Innova 30) দিচ্ছে আপনাকে এই সব গুলো ফিচারস একসাথে। তারা আমাদের প্রয়োজনীয় মোটামুটি সবকিছুই দেওয়ার ট্রাই করেছে। এত এত কিছু তো দিয়েছে, আসলে সেগুলোর রেজাল্ট কি? সঠিকভাবে কাজ করছে কিনা সেইটা ফাইন্ড আউট করার দায়িত্ব আমাদের। এই বিষয়টাই আজকে আপনি জানবেন এই পোস্টের মাধ্যমে। তারপর আপনি আপনার কেনার সিদ্ধান্ত নিতে পারেন। বাংলাদেশ মার্কেটে সিম্ফোনি দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করে একটা হল 6/128GB আরেকটা হলো 8/128GB। দুইটার ক্ষেত্রে আমরা 128GB স্টোরিজ পেয়ে যাচ্ছি। 6/128GB ভেরিয়েন্টের দাম হল 11,699 টাকা। পরবর্তী ভেরিয়েন্টে 1299 টাকা। দাম অনুযায়ী সব কিছু অনেক বেশি বেশি দিয়ে দিয়েছে মনে হচ্ছে।

ডিজাইন

ডিজাইনটা খুবই কমন। ৩টা ক্যামেরা। হয়তো এই ডিজাইনটা সবাই পছন্দ করছে তাই নামী-দামী ব্র্যান্ড গুলো এই ডিজাইনে বার বার ফোন বের করছে। রেয়ার প্যানেল টা দেখতে একদম গ্লাসের মতো। মাঝে মধ্যে গ্র্যাডিয়েন্টের মতো ভাইব দেয়। বডিটা বক্সের সেপ। 3.5mm হেডফোন জ্যাক রয়েছে।

ক্যামেরার পাশে লাইট জলে প্রতিটা ক্যামেরার পাশে সার্কেল এলইডি লাইটের মত দেখতে খুব সুন্দর লাগে। এটি নোটিফিকেশন লাইট হিসেবেও কাজ করবে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা সাইড মাউন্টেন্ড। পজিশন ঠিকঠাক লেগেছে। কাজ করছিলো ভালোই। হালকা একটু ডিলে হয় অ্যানিম্যাশনের কারনে আরকি। এতা মনে হয় না বড় কোনো প্রব্লেম করবে।

ডিসপ্লে

ডিসপ্লে সাইজ 6.56″. Punch-Hole HD+, 90HZ. 90 হার্জ হাই রিফ্রেশ শেড ভালো ভাবেই কাজ করতেছিলো। রেজুলেশনের ঘাটতি আছে। যেহেতু HD+ ডিসপ্লে। কাছে থেকে দেখলে ভালো ভাবে বোঝা যায় যে রেজুলেশনের ঘাটতি আছে। ইন্ডোরে তেমন প্রবলেম হচ্ছিলো না বাট আউটডোরে অনেকটা স্ট্রাগোল করা লাগে ডিসপ্লের লাইট নিয়ে। বেশ কালারফুল একটা ডিসপ্লে বলা যেতে পারে।

Symphony Innova 30

ক্যামেরা

আগেই বলেছিলাম ক্যামেরা 108MP UHD AI TRIPLE CAMERA. আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8MP. সেম প্রাইস সেগমেন্টের ফোন গুলোর ক্যামেরার সাথে তুলনা করলে এটা এগিয়ে থাকবে মাস্ট। ভিডিও রেকর্ড করা যায় 1080P 30FPS এ। ভিডিও অতোটা স্টাবল না। তবে ভিডিও রেকর্ডিং ছিলো এভারেজ প্রাইজ ওয়াইজ।

প্রসেসর

প্রসেসরে রয়েছে Unisoc T616 সিপিউ 2.0 GHz Octa-Core জিপিউ G57@750MHz. রান করছে Android 13. এটা এভারেজ টাইপ একটা প্রসেসর। বেশির ভাগ ফোনে এখন এই প্রসেসর গুলোই থাকে। এই প্রসেসরের উপরে আপনি বেশি একটা প্রসার দিতে পারবেন না। তবে 8GB ভেরিয়েন্ট নিলে মাল্টি টাস্কিং এ বেশি একটা প্রবলেম হবে না। স্টোরেজের স্পিড ও তুলনামূলক বেশি 40103. স্টোরেজ টা ফুল ফিল না করলে ভালো স্পিড পাবেন আশা করা যায়।

এই প্রসেসরে গেমিং

এই প্রসেসরে গেমিং অতো ভালো পারফর্মেন্স আশা করা যায় না। আমরা 6GB ভেরিয়েন্টে পাব্জি, ফ্রিফায়ার এর মধ্যে ফ্রিফায়ারে তেমন খারাপ রেজাল্ট পাই নাই। তবে পাব্জির ক্ষেত্রে হালকা লেগিং ইস্যু ছিলো। যা 8GB রেমে কম ইস্যু পাওয়া যাবে বলে আশা করা যায়। ফ্রিফায়ারে যে আবার আহামরি রেজাল্ট পাবেন এমন না। সময় কাটানোর মতো রেজাল্ট পাবেন। ১১ হাজার বা ১২ হাজারে এর থেকে ভালো প্রসেসর মার্কেটে দেখছি না। অন্য কেউ যেহেতু দিচ্ছে না তাই কমপ্লেইন করার কোনো সুযোগ নাই।

ব্যাটারি

ব্যাটারি পাবেন 5000Mph আর 18W চারজার বক্সেই পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকাপ অনেক ভালো।

১২০০০ টাকায় এই ফোনটা বলা যায় সোনায় সোহাগা। এই দামে এর থেকে ভালো পারফর্মেন্সের ফোন পাওয়া আসলেই এই মুহূর্তে পসিবল না। আপনি ভালো করে লক্ষ করলে দেখবেন এই ফোনে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অনেক কিছু বেশি আছে। যা এই প্রাইসে অন্য কোন ব্র্যান্ড আপনাকে দিবে না। তাই ফোনটা রিকোমেন্ডেড।

Symphony Innova 30

Watch Full Specifications Here

Symphony Innova 30 Phone Specification

Network
2G GSM 850 / 900 / 1800 / 1900 – SIM 1 & SIM 2
3G HSDPA 850 / 900 / 2100
4G LTE
Speed HSPA+ LTE
GPRS
EDGE
OS And Hardware
OS Android 13
Processor 2.0 GHz Octa-Core
Chipset Unisoc Tiger T616 (12nm)
GPU G57@750MHz
Body
Dimensions 164.27 x 76. x 8.45 mm
Weight 193g
Colors Mirror White, Reflective Green and Space Green
Display
Type IPS LCD Display
Screen Size 6.56 inches (90.7% screen-to-body ratio)
Resolution 1612 x 720 pixels (HD+) (269 ppi pixel density)
Multitouch Yes
Protection  X Corning Gorilla Glass 5
Sensors
Memory
Card slot microSD, up to 256 GB
Internal 128 GB
RAM 6/8 GB (Variant 6/128, 8/128)
Camera
Primary 108 MP, 2 MP, 2 MP, autofocus, LED flash
Features AI, UHD, Slow motion, Portrait Mode, Geo tagging Watermark, Night Mode, Insight Google lens, Pro mode, Panorama, intelligent Scanning, Face beauty, Time laps, HDR, Flash light, Auto HDR, Flash light, 10x zoom
Video 1080p@30fps
Secondary 8 MP
Multimedia
Music play Yes, Mp3, MIDI, WAV, AMR
Radio FM Radio
Games Yes
Alert types Vibration; WAV ringtones
Loudspeaker Yes
3.5mm jack Yes
Battery and Power
Type Li-Poly (Lithium Polymer) 5000 mAh battery
Fast Charging 18W Fast Charging
Reverse Charging No
Releasing Date
Announced 2024, March
Status Releasing on 2024, March 17
Expected Price
US Dollor
Bangladeshi Taka 6GB 128GB ৳11,699 / 8GB 128GB ৳12,699
Indian Rs.

 

Symphony Innova 30

Sharing Is Caring:

We are trying to collect information from other sources and share it here. It is a legit way to gain knowledge. If you have any suggestions or dissection please let us know. We will try to follow that. Please keep supporting us. Thanks, Smart Way to Gain Knowledge.

Leave a Comment